সকাল ৯:৪১ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

‘কে কী বলছে, তাতে আমার কিছু যায় আসে না’

বিনোদন ডেস্ক

 ২৭ এপ্রিল ২০২৫

নুসরাত জাহান একজন ভারতীয় অভিনেত্রী, মডেল ও রাজনীতিবিদ। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে কাজ করেন। ২০১৯ সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত হন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হন।

নুসরাত জাহান ১৯৯০ সালের ৮ই জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার মা-ও একজন অভিনেত্রী ছিলেন। তিনি ‘কুইন অব দ্য মিশন স্কুল’-এ স্কুলজীবন সমাপ্ত করেন এবং ‘ভবানীপুর কলেজ, কলকাতা’ হতে বি কম ডিগ্রি লাভ করেন।

টালিগঞ্জের জনপ্রিয় তারকা জুটি যশ দাশগুপ্ত-নুসরাত জাহান। যশের সঙ্গে নুসরাতের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। তবে নেটিজেনদের কটাক্ষ নিয়ে তেমন পাত্তা দেন না। নিজের মতো করে চলেন।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আড়ি’ সিনেমা তা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ তারকা জুটি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত এক পোস্ট দিয়ে কটাক্ষকারীদের জবাব দিয়েছেন।

‘আড়ি’ কোন কোন প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে, তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত। সঙ্গে কটাক্ষকারীদের জবাব দিয়ে লিখেছেন, ‘কাউকে নিচে নামানোর জন্য কে কী বলছে, তাতে কিছু যায় আসে না।’

তার কথায়, ‘আপনার কাজের প্রতি সততা সবসময় বাঙালির মন জয় করবেই। চমৎকার প্রতিক্রিয়া, অত্যন্ত কৃতজ্ঞ।’ আপাতত নতুন ছবির জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেত্রী। শুধু নুসরাতই নন, যশকেও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের অনেকেই।

প্রসঙ্গত, প্রায় একযুগ পর বাংলা ছবিতে অভিনয় করলেন মৌসুমী চ্যাটার্জি। ‘আড়ি’ ছবিতে সেটাই সবচেয়ে বড় চমক। শেষবার ২০১৩ সালের অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। মা ও ছেলের দুষ্টু-মিষ্টি রসায়নই ইউএসপি ‘আড়ি’র।

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *