ইসলাম ও জীবন
এনজি ডেস্ক
০৭ মে ২০২৫
কুরবানি ইসলামের শিআর। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের এক বিশেষ বিধান। কুরবানি মিল্লাতে ইবরাহীমীর সঙ্গে উম্মতে মুসলিমার এক মেলবন্ধন। এতে আছে রাব্বুল আলামীনের আদেশের সামনে সমর্পিত হওয়ার মহা দীক্ষা।
কুরবানির প্রচলন পৃথিবীর শুরু থেকেই। ইতিহাসের প্রথম কুরবানিতো সুপ্রসিদ্ধ। আদিপিতা আদম আ.-এর দুই পুত্রের কুরবানি।
কুরআন মাজীদে যার বিবরণ এসেছে এভাবে- আপনি তাদেরকে আদমের দুই পুত্রের কাহিনীটি শুনিয়ে দিন। যখন তারা দুজনে কুরবানি করল এবং একজনের কুরবানি কবুল হল আর অন্যজনেরটি কবুল হল না। তখন সে বলল, আমি তোমাকে হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো মুত্তাকীদেরই কুরবানি কবুল করেন। -সূরা মায়েদা (৫) : ২৭
হাদিস শরীফেও কুরবানি ওয়াজিব হওয়ার প্রমাণ রয়েছে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।
(সুনানে ইবনে মাজাহ, হাদিস ৩১২৩; মুসনাদে আহমাদ, হাদিস ৮২৫৬)
জাবের ইবনে আবদুল্লাহ রা. বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- তোমরা কুরবানিতে ‘মুছিন্না’ ছাড়া যবাই করো না। যদি তা পাওয়া দুষ্কর হয় তবে ৬ মাস বয়সের ভেড়া-দুম্বা যবাই করতে পার।
(সহীহ মুসলিম, হাদিস ১৯৬৩; সুনানে আবু দাউদ, হাদিস ২৭৯৭; সুনানে ইবনে মাজাহ, হাদিস ৩১৭৯)
ইমাম নববী রহ. বলেন, মুছিন্না হল, ৫ বছর বয়সী উট, ২ বছরের গরু, মহিষ এবং ১ বছর বয়সী ছাগল, ভেড়া বা দুম্বা। – শরহুল মুসলিম, ইমাম নববী ২/১৫৫
মাসআলা: কুরবানির জন্য উট কমপক্ষে ৫ বছর বয়সের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ন্যূনতম ৬ মাস বা তার বেশি বয়সের কোনো ভেড়া বা দুম্বা যদি হৃষ্টপুষ্টতার কারণে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কুরবানি করা জায়েয। ৬ মাসের কম হলে জায়েয হবে না।
উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের কম হলে তা দ্বারা কোনো অবস্থাতেই কুরবানি করা জায়েয হবে না। -ফাতাওয়া খানিয়া ৩/৩৪৮; বাদায়েউস সানায়ে ৪/২০৫-২০৬
জা ই / এনজি