দুপুর ১:৪৮ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

কুমিল্লার ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গাইলেন আসিফ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
৪ মে ২০২৫

 

নিজের জন্মস্থান কুমিল্লার প্রতি গভীর প্রেম, ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র তুলে ধরে একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ কণ্ঠশিল্পী আসিফ আকবর।

“বাংলাদেশের কেল্লা” শিরোনামের গানে কুমিল্লার প্রাচীন ইতিহাস, বিশ্বব্যাপী কুমিল্লার প্রভাব, আধুনিক অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ তুলে ধরার পাশাপাশি গানটিতে কুমিল্লার বীরত্বগাঁথা ও সংগ্রামী অতীতকে তুলে ধরা হয়েছে।

গানটির মূল থিম হচ্ছে-কুমিল্লার গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে গর্বের সাথে জেন জি’র সামনে তুলে ধরা, যাতে তারা তাদের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি গানের মাধ্যমে জানতে পারে।

গানটির কথা লিখেছেন কুমিল্লার ইতিহাস গবেষক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়।

গানটির কথা রচনায় উপদেশ দিয়েছেন দেশের স্বনামধন্য গীতিকার রাজিব আহমেদ। এছাড়াও সঙ্গীত পরিচালনা ও সুর করেছেন ভারতের মুম্বাইয়ের বিজন ভট্টাচার্য্য। কম্পোজিশন প্রোগ্রামিং এবং মিক্সড মাস্টারের কাজটিও তিনি ও তার দলই করেছেন।

আসিফের গানটি দর্শকদের কাছে পৌঁছাতে উপদেশ ও পরামর্শ দিয়েছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু। গানটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন মুম্বাইয়ের সুদীপ্ত দাস।

গানটির গীতিকার আবুল কাশেম হৃদয় বলেন, কুমিল্লার ইহিাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে গানটি রচনা করা হয়েছে। ইতোমধ্যেই গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুব সহসাই গানটি দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ইউটিউব চ্যানেল ও দৈনিক কুমিল্লার কাগজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

 

ফা আ/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *