দুপুর ১:৩৯ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

কালো টাকা সাদা করার সব বিধান বাতিলের দাবি টিআইবির

নিজস্ব প্রতিবেদক

কালো টাকা সাদা করার সব ধরনের সুযোগ অধ্যাদেশের মাধ্যমে বাতিলের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করেছিল। তারপরও এখনো কিছু দুর্নীতিসহায়ক, অসাংবিধানিক ও বৈষম্যমূলক বিধান রয়ে গিয়েছে। তাই অনতিবিলম্বে এই সুবিধা বাতিলের জন্য অর্থ উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ কথা বলেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আয়কর আইন ২০২৩–এ এখনো অপ্রদর্শিত টাকা বৈধ করার নামে কালো টাকার বৈধতা প্রদানের তিনটি বিধান বিদ্যমান রয়েছে, যা এখনো কালো টাকার বৈধতার পথ খুলে দেয়। এসব বিধান অবিলম্বে অধ্যাদেশের মাধ্যমে বাতিল করতে হবে, যা সংবিধানের ২০(২) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

ইফতেখারুজ্জামান আরও বলেন, দুর্নীতি দমন কমিশন সংস্কারে গঠিত কমিশনের সুপারিশে বলা হয়েছে, বৈধ উৎস ছাড়া আয়ের বৈধতা দেওয়ার ক্ষেত্রে যেকোনো প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ করতে হবে। কারণ, অতীতে দেখা গেছে, বারবার কালো টাকা সাদা করার সুযোগ দিয়েও রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়নি। তাতে বরং যে নৈতিক ক্ষতি হয়েছে, তা মেনে নেওয়া যায় না।

বিজ্ঞপ্তিতে ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকার তাদের প্রথম বাজেটে দৃষ্টান্ত স্থাপনের অংশ হিসেবে প্রয়োজনীয় অধ্যাদেশের মাধ্যমে কালো টাকা সাদা করার সব সুযোগ বাতিল করবে। আমরা আনুষ্ঠানিকভাবেও অর্থ উপদেষ্টার কাছে এই আহ্বান জানিয়ে চিঠি দিয়েছি।’

 

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *