বিকাল ৩:৩৬ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

কার্টআপ নিয়ে এলো “মে ম্যাডনেস” ক্যাম্পেইন, শুরু ১২ ই মে থেকে!

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৫

 

“কার্টআপ লিমিটেড”—ই-কমার্স প্ল্যাটফর্ম (ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর অঙ্গ প্রতিষ্ঠান) নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন “মে ম্যাডনেস”! এই ক্যাম্পেইন চলবে ১২ থেকে ১৮ মে, ২০২৫ পর্যন্ত!
বাংলাদেশের অনলাইন শপিং জগতে কার্টআপ ইতিমধ্যে ক্রেতাদের মনে আস্থার জায়গা করে নিয়েছে। অন্যান্য সকল অনলাইন মার্কেটপ্লেসের চাইতে কার্টআপ দিচ্ছে তুলনামূলক সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্য পণ্য ও দ্রুততম সময়ে ডেলিভারি।
“মে ম্যাডনেস” ক্যাম্পেইনে কার্টআপ ক্রেতারা দেশের যেকোনো প্রান্ত থেকে পছন্দের সকল ধরণের কেনাকাটা করতে পারবে খুব সহজেই। ফ্যাশন ও লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, স্বাস্থ্য ও সৌন্দর্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহ অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে এই মেগা ক্যাম্পেইনে।
ক্রেতাদের কেনাকাটায় ভিন্নমাত্রা যোগ করতে পুরো ক্যাম্পেইন সপ্তাহ জুড়ে কার্টআপ দিচ্ছে ফ্রী ডেলিভারি , টপ ডিল, সারপ্রাইজ বক্স, ব্র্যান্ড ফ্ল্যাশ সেল, ১৫ টাকার ডিল, আর্লি বার্ড ভাউচার, সারপ্রাইজ ভাউচারসহ আরও অনেক কিছু ।
কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, “আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য, বাজার সেরা দাম এবং সময়মতো ডেলিভারি পৌঁছে দিতে। ‘May Madness’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই সবাই যেন সহজে, নিশ্চিন্তে আর সাশ্রয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন।”
এই ক্যাম্পেইনকে আরও জমজমাট করে তুলতে Apex, Bata, Cudy, Lotto, MJL Bangladesh PLC, Natura Care, Q Cosmetics, Skin Cafe এবং UGreen সহ দেশের জনপ্রিয় অনেক ব্র্যান্ড থাকছে তাদের নতুন কালেকশন ও অফারসহ। এছাড়াও কেনাকাটায় লেনদেনের নির্বিঘ্নতা নিশ্চিত করতে পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে পেমেন্ট পার্টনারদের সহযোগিতা। নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা পাবেন বিশেষ ডিসকাউন্ট, আর বিকাশ গ্রাহকরা উপভোগ করতে পারবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক!

কার্টআপের পক্ষে ইউএস-বাংলা গ্রুপ এর মহাব্যবস্থাপক-জনসংযোগ মোঃ কামরুল ইসলাম বলেন, দারুণ সব ছাড়, আকর্ষণীয় ডিল আর অফারসহ শপিং হবে উৎসবমুখর। তাই দেরি না করে এখনই ভিজিট করুন www.cartup.com, চোখ রাখুন cartup-এর সোশ্যাল মিডিয়ায়, আর অংশ নিন বছরের সেরা শপিং উৎসব — May Madness-এ!

 

জা ই/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *