সন্ধ্যা ৬:২৪ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ম্যানেজমেন্ট ট্রেইনি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

০৪ মে ২০২৫

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র আয়োজনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নিয়ে ‘‘কফি উইথ দ্যা ক্যাপ্টেন’’ শিরোনামে পরিচিতি পর্ব ও ব্যাংকিং দায়িত্বশীলতা বিষয়ে বিজনেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে, ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) জনাব কিমিয়া সাদাত। অনুষ্ঠানে ব্যাংকিং নীতি, প্রবিধি এবং দায়িত্বশীলতা বিষয়ে পারস্পরিক মত বিনিময় ও তথ্যের আদান-প্রদান করেন তিনি। এছাড়া উদ্ভাবনী ব্যাংকিং এবং গ্রাহকসেবার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করেন জনাব কিমিয়া সাদাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস জনাব মো. আরিফুল ইসলাম; হেড অব এইচআরডি (চলতি দায়িত্ব) এইচ এম মেহেদী হাসান, হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমানসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও অন্যান্য উর্ব্ধতন কর্মকর্তারা।

 

 

টি আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *