রাত ২:০৮ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

কনসার্ট থেকে বাদ পড়লেন ন্যান্সি, জানা গেল কারণ

বিনোদন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫

 

 

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্প্রতি বিদেশ ট্যুর শেষে দেশে ফিরেছেন তিনি। বুধবার বুয়েট ক্লাবের একটি আয়োজনে গান গাওয়ার কথা ছিল তার। তবে অনুষ্ঠানের আগে জানতে পারেন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। মঙ্গলবার অনুষ্ঠানে গান না গাওয়ার কথা জানিয়ে দেন আয়োজকরা।

বুধবার বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী নিজেই। যেখানে আয়োজকদের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ন্যান্সি তার স্ট্যাটাসে লিখেছেন, আজ সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গত রাতে জানতে পারি, শিল্পী তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে আয়োজক (সংগত কারণেই তার নাম বলছি না) হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমায় যা জানিয়েছেন, সেটা হুবহু তুলে ধরা হলো–

আজ হঠাৎ বুয়েট ক্লাবে আসতে বললেন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ভাই। এসে শুনি, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। কালকের প্রোগ্রামে কোনো ‘রাজনৈতিক শিল্পী’ এলে বিপরীত সমর্থকরা প্রোগ্রাম বয়কট করবে। ক্যান্ডিডেট ভাই তাই এটার জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন! আমিও ভীষণ দুঃখিত।

এরপর ন্যান্সি প্রশ্ন তুলে লিখেন, বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম, নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানি না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?

আয়োজকদের উদ্দেশে পুরো সম্মানি তার বাসায় পাঠিয়ে দেওয়ার কথা বলেন ন্যান্সি। তিনি লিখেন, যাই হোক, নিয়ম অনুযায়ী পুরো সম্মানী আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন।

সবশেষ এই শিল্পী লিখেছেন, অনুষ্ঠানের একটি প্রোমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে ‘মেলোডি কুইন’। আপনারা পারেনও বটে!

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *