রাত ৩:০৯ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ : ওয়ানডেতেও অধিনায়ক মিরাজ, নেই শান্ত-তাওহিদ হৃদয়

ক্রীড়া প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২৪

 

টেস্ট সিরিজ প্রায় শেষ হতে চললো। এরপরই ওয়ানডে সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হবে সেন্ট কিটস।

ওয়ানডে সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। গ্রোইন ইনজুরির কারণে এই ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ কারণেই মিরাজের কাঁধে নেতৃত্বের দায়িত্ব দেয়া হলো।

এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের মিডল অর্ডারে নিয়মিত মুখ তাওহিদ হৃদয়কেও খেলার ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিক্যাল টিম। কারণ গ্রোইন ইনজুরিতে ভুগছেন তিনিও। বিসিবির স্পোর্টস ফিজিশিয়ান মনজুর হোসেন বলেন, ‘হৃদয় তার ডান গ্রোইনে ব্যাথার কথা জানায় আমাদেরকে। এরপরই মেডিক্যাল টেস্ট করা হয় এবং নিশ্চিত হওয়া যায় যে, তিনি ইনজুরিতে আক্রান্ত। তাকে বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে আরও একবার টেস্ট করে জানা যাবে, তিনি খেলার জন্য কতটা প্রস্তুত।’

ওয়ানডে থেকে অবসর না নিলেও সাকিব আল হাসান এমনিতেই দলে নেই। ইনজুরির টেস্ট সিরিজ না খেলা মুশফিকুর রহিমও নেই এবারের ওযাড এদিকে প্রায় এক বছর বাইরে থাকার পর ওয়ানডে দলে ফিরে এসেছেন আফিফ হোসেন ধ্রুব। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ওয়ানডে দলে নেই ধ্রুব। এছাড়া বাঁ-হাতি ব্যাটার, গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া জাকির হাসানকে বাদ দেয়া হয়েছে এই দল থেকে।

৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে মাঠে গড়াবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। একই মাঠে পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর এবং ১২ ডিসেম্বর।

 

বাংলাদেশের ওয়ানডে দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *