রাত ১০:৫৫ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ওএসডি পুলিশের ৮২ কর্মকর্তা : নয়টি দপ্তরে নতুন সচিব নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২৫

 

 

নয়টি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এর মধ্যে সাতজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে, আর দুই সচিবের দপ্তর বদল হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করেছে সরকার।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক মো. মিজানুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমটিসিএল) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে সেতু বিভাগের সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খানকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। এ ছাড়া ওএসডি থাকা সচিব মো. মোস্তাফিজুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে বাংলাদেশ পুলিশের ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আব্দুল আলীম মাহমুদও রয়েছেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মো. আবুল হাছানাত হুমায়ূন কবিরকে প্রেষণে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেককে ইতিপূর্বে সচিব পদে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *