সন্ধ্যা ৬:৪৯ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

এশিয়া কাপে খেলবে না ভারত, এ খবর ভুয়া : বিসিসিআই সচিব

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৫

 

 

পাকিস্তান ও ভারতের মধ্যেকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই শঙ্কা ছিল এশিয়া কাপ নিয়ে। ভারত আর কখনোই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ক্রিকেটে, সে কথাও চাউর হয়। এমনকি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত। তবে গণমাধ্যমের এ দাবি উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া।

তিনি জানান আপাতত আইপিএল ও ইংল্যান্ড সফর নিয়ে ভাবছেন তারা। এসিসিকে চিঠি লেখা তো দূরের কথা এমনকি তারা নাকি তাদের সঙ্গে যোগাযোগও করেনি। তাই এশিয়া কাপ থেকে ভারতের সরে দাঁড়ানোর খবরের সত্যতা নেই বলে জানান বিসিসিআইয়ের সচিব।

সাইকিয়া বলেন, ‘এশিয়া কাপ ও উইমেন’স ইমার্জিং টিমস এশিয়া কাপ, এসিসির এই ইভেন্টে বিসিসিআইয়ের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে আজ সকাল থেকে কিছু খবর আমাদের নজরে এসেছে।’

‘এই ধরনের খবরের কোনো সত্যতা নেই, কারণ এখন পর্যন্ত বিসিসিআই আসন্ন এসিসি ইভেন্টগুলো নিয়ে এসিসিকে কিছু লেখা তো দূরের কথা, কোনো আলোচনাই করেনি বা পদক্ষেপ নেয়নি। এই মুহূর্তে আমাদের মূল মনোযোগ চলমান আইপিএল এবং পরবর্তী ইংল্যান্ড সিরিজ, পুরুষ ও নারী দলের।’-যোগ করেন তিনি।

এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবরটি সবার আগে বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস। এই পত্রিকার দেওয়া তথ্য অনুমাননির্ভর ও কাল্পনিক বলেই মনে করছেন সাইকিয়া। তিনি জানান, আইপিএল শেষে কিংবা ইংল্যান্ড সফরকালীন সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *