রাত ৩:৩৪ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

এত মায়া দিয়ে বললে যে বিশ্বাস করতেও সময় লেগেছিল’

নিউজগেট২৪
বিনোদন ডেস্ক
১০ জুলাই ২০২৪

 

ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ছবির প্রচারে সম্প্রতি ঢাকায় এসে আলোচিত পরীমনিকে নিয়ে কথা বলেছেন। পরমব্রতর কথা পরীমনির কান পর্যন্ত পৌঁছে গেছে ।
শুরুতে এ কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল পরীমনির। মন খারাপও হয়েছিল। তাই বারবার সেই ভিডিও ক্লিপটি দেখেছেন এই নায়িকা।
পরীমনি জানিয়েছেন, ‘ইশ্, পরমের সঙ্গে কবে যে পরীর একটা কাজ হবে…। কি, দারুণ মিলবে না, পরম আর পরী…(হাসি)।’

সম্প্রতি পরীমনি শেষ করেছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সামনে নতুন কাজের পরিকল্পনাও চলছে। পরমব্রতর কথা শুনে পরীমনির নতুন উপলব্ধিও হয়েছে।
পরমব্রতর কথা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এসব কথা বললে কেমন জানি লাগে। মনে হয়, সময় চলে যাচ্ছে, আরও ভালো ভালো কাজ করতে হবে। কিছুই তো করিনি।’

পরমব্রতর মুখ থেকে শোনা কথাটা ফেসবুক স্ক্রল করতে করতে নজরে আসে পরীমনির। তিনি বলেন, ‘প্রথমে তো মুগ্ধ হয়ে কতক্ষণ শুনছি। দুতিনবার টেনে টেনে শুনেছি। পরে ভেবেছি, মানুষকে নানাভাবে আমরা অপমান–অপদস্থ করতে পারি। প্রশংসা নাই–ই করতে পারি। কিন্তু এসবের কারণে দিন শেষে মানুষটার যে চেষ্টা, এসবও একসময় ডাউন হয়ে যায়। পরমব্রত কিন্তু ভালো অভিনয় করেন। ভালো এই, ভালো সেই, দেখতে সুন্দর—এসব বলতে পারত। ’

তিনি কী বলেছেন, পাওয়ার হাউস অব ট্যালেন্ট…। এই লাইনের গভীরতা হজম করতে আমার এত বেশি সময় লাগছে যে বলে বোঝাতে পারব না। তাই আমি বারবার টেনে টেনে দেখছি। মানুষকে কীভাবে প্রশংসা করতে হয়, সেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে শিখিইনি।’
পরীমনি বলেন, পরমব্রত নিজেকে এ দেশের একজন অনুভব করেন। এভাবে তিনিও পরমকে অনুভব করতে চান। শিল্পীদের তো কোনো দেশের ভাগ নেই। শিল্পীদের মধ্যে যখন একজন এভাবে কথা বলেন, তাও আবার পরমব্রতর মতো শিল্পী, তখন যে ভালোটা লাগে…তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত চমৎকার এবং মায়া দিয়ে বললেন যে বিশ্বাস করতেও সময় লেগেছিল।’

 

মি.র/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *