বিকাল ৪:৪২ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

এত গালাগাল শুনেছি যে এখন গায়ে লাগে না : স্বস্তিকা

বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪

 

ভারতের পশ্চিমবঙ্গে আর জি কর কাণ্ডে শুরু থেকেই সরব টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। রাস্তায় নামা থেকে শুরু করে নানান প্রতিবাদী কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিয়েছেন এই অভিনেত্রী। বরাবরই স্পষ্টভাষী এই অভিনেত্রী। গত বুধবার প্রেসিডেন্সি কলেজের ডাকা রাজ্য ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় এক বক্তব্য রাখেন স্বস্তিকা। সেখানে বিস্ফোরক হয়ে ওঠেন অভিনেত্রী।

 

মঞ্চে দাঁড়িয়ে স্বস্তিকা বলেন, ‘একটা মহিলাকে গালাগাল দিতে হলে বেশ্যা কথাটা সর্বশ্রেষ্ঠ গালাগাল। আমরা মহিলারা যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত, তাদের তো বলাই হয় যে বেশ্যাবৃত্তি করে তারা ক্যারিয়ারে আগায়। আমার ২৪ বছরের ক্যারিয়ারে ‘বেশ্যা’ এই কথাটা এতবার শুনেছি যে এখন আর গায়ে লাগে না। আমার মতো হয়ত অনেকেই শুনেছেন, এটা এখন গা সওয়া হয়ে গেছে।’

স্বস্তিকা জানান, নিময়িত স্লাট শেমিং-এর মুখে পড়েন তিনি। এরপর অভিনেত্রী বলেন, ‘গত এক-দু বছরে মেয়েদের টার্গেট করে নতুন ধরনের কটাক্ষ মার্কেটে এসেছে। এই সব কথা যখন আর গায়ে লাগছে না, লোকজন দেখি আমাদের আন্টি, কাকিমা, মাসিমা এইগুলোকে গালাগাল বলে ধরে নিচ্ছে। আমি জানি না, সম্পর্কের এই ডাকগুলো কীভাবে গালাগালে রূপান্তরিত হয়েছে। কিন্তু দিদি শব্দটা এখনও কেউ গালাগাল হিসাবে দিচ্ছে না। আমি প্রতিদিন সকালবেলা উঠে এত গালাগাল শুনি, কিন্তু দিদি বলে কেউ গাল দিচ্ছে না, সেটা কোন দিন গালাগালি হয়ে উঠবে জানি না।’

স্বস্তিকার এই আগুন ঝরানো বক্তব্যে ছাড় পেলেন না পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। ‘এক মাস হয়ে গেছে উৎসবে ফিরুন’, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য টেনে তিনি বলেন, ‘একমাস হয়ে গেছে এই লজিকে গেলে তো আমাদের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সেলিব্রেট করা উচিত নয়, ২১ জুলাই উদ্‌যাপন করা উচিত নয় কারণ এগুলো অনেকদিন আগে হয়ে গেছে।‘

 

 

ডিএ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *