সন্ধ্যা ৭:৫০ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

একনেক সভায় সিদ্ধান্ত : পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে

বিশেষ প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৪

 

পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানান।

পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘এটি একধরনের রাজনৈতিক দলিল। রাজনৈতিক সরকার তাদের মতো করে পরিকল্পনা করবে, নীতি নির্ধারণ করবে। এতে রাজনৈতিক দিকনির্দেশনা থাকে। আমরা বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেব না। তারা ক্ষমতায় এসে সিদ্ধান্ত নেবে। সে জন্য অর্থনীতির জন্য দিকনির্দেশনা ও অর্থায়ন নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, অর্থনৈতিক দিকনির্দেশনা ও অর্থায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই টাস্কফোর্স প্রতিবেদন দেবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা হয়। সভার পরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

 

আজকের একনেক সভায় সব মিলিয়ে চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১ হাজার ২২২ কোটি টাকা।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *