রাত ৯:৩১ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

উত্তরায় আ.লীগ নেতার রুম থেকে পিস্তল-গুলি উদ্ধার

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪

 

 

রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মাহবুব হাসান কাবুলের বাসা এবং অফিস রুম থেকে কয়েক রাউন্ড তাঁজা গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাবুলের স্ত্রী মোছা. রোকেয়া আক্তারকে (৪৮) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ওই আওয়ামী লীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় শিক্ষার্থীদের উপর ১৫ রাউন্ড গুলি চালায়।

মাহবুব হাসান কাবুল জাতীয় সংসদের সংরক্ষিত আসনের আ.লীগ দলীয় সাবেক এমপি ও যুব মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা আক্তারের বড় ভাই। তিনি উত্তরায় ছাত্রহত্যা মামলার ৪৫নং আসামি।

সূত্র জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ০৭ নং সেক্টর এলাকার ১০নং রোডে অবস্থিত ওই আ.লীগ নেতার ফ্ল্যাটে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ফ্ল্যাটের কক্ষ থেকে ম্যাগাজিনসহ ১টি পিস্তল, নয় রাউন্ড তাজা গুলি, জিডির কপি ও পিস্তলের লাইসেন্সসহ আসামি মোছা. রোকেয়া আক্তারকে (৪৮) গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুল ইসলাম জানান, কোটাবিরোধী আন্দোলন চলাকালে তার স্বামী (হত্যা মামলার আসামি) মাহবুব হাসান কাবুল কর্তৃক ১৫ রাউন্ড গুলি চালানোর স্বীকারোক্তিমূলক একটি জিডি পাওয়া গেছে। ১৯ জুলাই সন্ধ্যায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে এসব গুলি ব্যবহার করা হয়।

তিনি বলেন, অস্ত্রটি বৈধ হলেও উদ্ধারকৃত গুলিগুলো অবৈধ। সেগুলো অন্য পিস্তলের গুলি ছিল। আমরা আসামি কাবুল এবং অবৈধ পিস্তলটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। মাহবুব হাসান কাবুল উত্তরায় ছাত্র হত্যা মামলার আসামি।

অপরদিকে, সূত্র জানায় পরবর্তীতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮নং রোডের ২নং বাড়ির নবম তলায় অবস্থিত কাবুলের পরিচালিত ‘হোসেন এন্ড হোসেন এ্যাসোসিয়েটস’ নামক অফিসে অভিযান চালালে সেখানেও অবৈধ গুলি-সরঞ্জাম পাওয়া যায়। এ সময় অফিস কেবিনেটের ড্রয়ার থেকে ০৫ রাউন্ড তাজা গুলি, একটি কালো রংয়ের পিস্তল সদৃশ বস্তু, ২টি ওয়াকিটকি ও পাঁচটি পুলিশ ইউজিং লেখা ধাতব লাঠি উদ্ধার করা হয়।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯/এ ধারায় মামলা (মামলা নং-১৯) রুজু হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান।

এদিকে গেল ২ আগস্ট উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলে গুলিবর্ষণকারী স্থানীয় ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি প্রার্থী ও চিহ্নিত চাঁদাবাজ দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ছাত্রহত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। গ্রেফতার রুবেল ঢাকা-১৮ আসনের এমপি ও আ.লীগ নেতা খসরু চৌধুরী ও ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খানের অনুসারী ছিল।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *