রাত ১০:৪০ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ইউক্রেন যুদ্ধে ৯৫ হাজার সৈন্য নিহতের বিষয়ে যা বলছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫

 

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার ৯৫ হাজারের বেশি সৈন্য নিহত হয়েছেন বলে রুশ স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা প্রতিবেদন প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রাশিয়া সার্ভিসের সঙ্গে সমন্বয় করে তৈরি করা এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন।

মিডিয়াজোনা ও বিবিসি রাশিয়া রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য, নতুন স্মৃতিসৌধ ও সমাধির তথ্য যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া নিহত সৈন্যদের তালিকা করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তৃতীয় বার্ষিকীর দিন সোমবার ছবি ও প্রাথমিক তথ্য-উপাত্ত দিয়ে নিহত সৈন্যদের নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে মিডিয়াজোনা।

রাশিয়ান শিল্পী ভ্যাসিলি ভেরেশচাগিনের বিখ্যাত চিত্রকর্মের আদলে তৈরি করা ইনফোগ্রাফে হাজার হাজার ছবি উপস্থাপন করা হয়েছে। ‘‘দ্য অ্যাপোথোসিস অব ওয়ার’’ নামে পরিচিত এই ইনফোগ্রাফে মাথার খুলির বিশাল স্তূপ দেখা যায়। প্রত্যেক ছবিতে নিহত সৈন্যের মৃত্যুর তারিখ, বয়স, অঞ্চল এবং কোন ইউনিটে কর্মরত ছিলেন তার সব তথ্যই পাওয়া যায়।

জোনামিডিয়া নামের এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বর্তমানে ৯৫ হাজার ৩০০ সৈন্যের তালিকা রয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই এই তালিকা হালনাগাদ করেছে বিবিসি এবং জোনামিডিয়া।

মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, তিনি ওই প্রতিবেদনের বিষয়ে অবগত নন। এছাড়া যুদ্ধে নিহত সৈন্যদের পরিসংখ্যানের বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকারও করেননি তিনি।

তিনি বলেন, এটা সত্য নাকি মিথ্যা, তা আমি জানি না। যদিও ইউক্রেনের সঙ্গে চলা রাশিয়ার যুদ্ধে সৈন্যদের হতাহতের পরিসংখ্যানের বিষয়ে তেমন কোনও তথ্য প্রকাশ করে না ক্রেমলিন।

২০২২ সালের সেপ্টেম্বরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৫ হাজার ৯৩৭ সৈন্য নিহত হয়েছেন। আর গত বছরের শেষের দিকে তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ সৈন্য নিহত অথবা আহত হয়েছেন বলে জানিয়েছিলেন।

 

 

সূত্র: এএফপি/ টি আই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *