সকাল ১১:৪৯ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

আমি সবার মা হতে পারব না: মুনমুন সেন

বিনোদন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫

 

টালিউডের বর্ষীয়ান জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেন এখন আর সিনেমায় নিয়মিত নন। তবে গত বছর তিনি ছোট ছবি ‘ক্যাবেজ’-এ অভিনয় করেছিলেন। যা দর্শক ও সমালোচকরা প্রশংসা করেছিলেন সেই ছবির। চলতি বছর তিনি আবার ছোট ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।

প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের ‘সহচরী’তে তিনি আর সুস্মিতা চট্টোপাধ্যায় আছেন। নতুন ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুনমুন সেন বলেন, তিনি নিজের দুই মেয়ে ছাড়া বাকি অন্য কোনো অভিনেতা-অভিনেত্রীর মা বা মাসির চরিত্রে অভিনয় করতে পারবেন না, তা সম্ভব নয়।

টেলি এক সাক্ষাৎকারে মুনমুন বলেন, বিষয়টি বলে দিলে ছবি দেখার আনন্দ মাটি। তাই আগাম কিচ্ছু জানাব না। ছোট ছবিতে বড় ভাবনা দেখানোর চেষ্টা করেছি আমরা। বাকিটা দর্শকদের ওপরে ছেড়ে দিলাম। অভিনেত্রী বলেন, এটুকু বলতে পারি—আমি আর সুস্মিতা মিলে অভিনয় করেছি। আর কেউ নেই। এক দিনেই ‘সহচরী’র শুটিং শেষ।

মুনমুন বলেন, সুস্মিতা এই প্রজন্মের অভিনেত্রী… কথা ফুরানোর আগেই ফোনের ওপারে উচ্ছ্বসিত বর্ষীয়ান অভিনেত্রী। জানালেন খুব মিষ্টি। দারুণ সপ্রতিভ। সাবলীল অভিনয় করেন সুস্মিতা। একটু থেমে অভিনেত্রী বলেন, আমরা এক দিনই কাজ শেষ করেছি। এর বেশি আর কী-ই বা বুঝব?

নাম নিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের। যেমন সুন্দর দেখতে তেমনই ধারালো অভিনয়। নিশ্চয়ই ওর সঙ্গেও কাজ করব কোনো না কোনো একদিন, আশা সুচিত্রা সেনকন্যার।

মুনমুন মানেই আশির দশক জনপ্রিয় অভিনেত্রী। তাপস পাল, চিরঞ্জিৎ চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো তারকা অভিনেতাদের সঙ্গে একের পর এক হিট ছবি। বহু বছর তিনি বড়পর্দা থেকে দূরে আছেন। আর ফিরবেন না?

খুব শান্ত গলায় ধীরে ধীরে অভিনেত্রী বললেন, আমাদের বয়সি অভিনেত্রীদের উপযুক্ত চরিত্র বাংলা ছবিতে কোথায়? আমাদের ভেবে ছবি তৈরিও হয় না। ফলে ছোট ছবিতে অভিনয় করে খুশি থাকতে হচ্ছে। তাই বলে এখনকার বাংলা ছবি তিনি দেখেন না— এমন নয়। তিনি বলেন, দেখি তো। শর্মিলা ঠাকুর অভিনীত ‘পুরাতন’ দেখেছি। বেশ ভালো লেগেছে। অপর্ণা সেন-অঞ্জন দত্ত অভিনীত ‘এই রাত তোমার আমার’ অন্য ধারার ছবি।

পুরোনো অভিনেতা-অভিনেত্রীদেরই রমরমা। রাখি গুলজার ফিরলেন ‘আমার বস’ ছবিতে। মৌসুমী চট্টোপাধ্যায় ‘আড়ি’তে। ভিক্টর বন্দ্যোপাধ্যায় ‘রক্তবীজ’ এবং তার সিক্যুয়েলে। চিরঞ্জিৎ চক্রবর্তীও সিরিজে—সব মিলিয়ে সবাই বেশ ব্যস্ত।

‘ফিরতেই হবে’—এমন প্রশ্নের উত্তরে জবাব দিলেন মুনমুন। বললেন, শর্মিলা, রাখি ও মৌসুমী— প্রত্যেকে মায়ের চরিত্রে। আমি কিন্তু সবার মা হতে পারব না। কেবল পর্দায় রাইমা বা রিয়ার মায়ের চরিত্রের জন্য ডাকলে রাজি।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *