রাত ৩:৪৯ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

আমার নানা-দাদা মুক্তিযোদ্ধা, আমার কোটা লাগে না: মিষ্টি জান্নাত

নিজস্ব  প্রতিবেদন 
 ১৬ জুলাই ২০২৪twitter sharing button
linkedin sharing button
কিছু কোটা থাকলে সমস্যাটা কী, প্রশ্ন নায়িকা মিষ্টি জান্নাতের

 

 

সরকারি চাকরিতে কোটা বাতিলের একদফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ।শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এনিয়ে মুখোমুখি আন্দোলনকারী ও ছাত্রলীগ।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভ্ন্নি বিশ্ববিদ্যালয় এবং রাজধানীসহ সারা দেশে আন্দোলকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটছে।

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরব দেশের বিনোদন জগতের অনেক তারকা।তাদের মধ্যে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই কোটা আন্দোলন নিয়ে।

মিষ্টি জান্নাত ফেসবুকে লিখেছেন, ‘আমার নানা-দাদা মুক্তিযোদ্ধা। আমার কোটা লাগে না। অনেক চাকরি আছে, কেন শুধু সরকারি চাকরিই করতে হবে। আর কিছু কোটা থাকলে সমস্যাটা কী? এত মারামারি কেন?’

 

অপর এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই, তাহলে আপনি একটা আবর্জনা। রাজাকার। বিশেষ দ্রষ্টব্য- আমি কোটা আন্দোলন নিয়ে কিছু বলিনি ভাই। আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে বলছি।’

টি আই/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *