বিকাল ৪:২২ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

শনিবার (১০ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানানোর পর হাসনাত এ আহ্বান জানান।

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো। সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না।

এর আগে রাত আটটার দিকে যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। রাত ১১টার পর বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিষয়টি জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেনন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এসময় আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পর্কিত উপদেষ্টা পরিষদের লিখিত বিবৃতি পড়ে শোনান তিনি।

 

 

 

জা ই/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *