সকাল ১০:০৪ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

আধিপত্যবাদী শক্তির ঘুম হারাম হয়ে গেছে, ষড়যন্ত্র থেমে নেই : সেলিম

জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৫

 

ষড়যন্ত্রকারী ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই বরং তাদের ঘুম ইতোমধ্যেই হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, তারা ইসলামের অগ্রযাত্রা থামানোর জন্য নানাবিধ চক্রান্ত ও অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাই আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বা প্রতিপক্ষকে কোনোভাবেই দুর্বল মনে করা যাবে না। তাই দেশ, জাতি ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দেবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর উত্তরায় পলওয়েল কমিউনিটি সেন্টারে কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াছিন আরাফাত ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, জিয়াউল হাসান প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, অনেক ত্যাগ ও কোরবানির পর দেশে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে; তাই এ সুযোগকে কাজে লাগিয়ে শোষণ মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে ময়দানে আপোষহীন ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, স্বাভাবিক কারণেই জামায়াতকে নিয়ে জনগণের প্রত্যাশা বেড়েছে। আত্মসচেতন জনতা জামায়াতের নেতৃত্বেই দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছে। জনগণ মনে করছে এ সংগঠনের মাধ্যমেই তাদের অধিকার বাস্তবায়ন সম্ভব হবে। তাই আমাদের উচিত সাধারণ মানুষের আবেগ, অনুভূতি ও প্রত্যাশাকে সম্মান প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে কাঙ্ক্ষিত গন্তব্যের পৌঁছানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো।
তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দায়িত্বশীলদের ময়দানে সব সময় আপোষহীন থাকার আহ্বান জানান।

সেলিম উদ্দিন বলেন, দেশে ইসলামী আন্দোলনের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলেও তা এখনো পুরোপুরি স্বস্তিদায়ক হয়নি। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেলেও ষড়যন্ত্রকারী ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই বরং তাদের ঘুম ইতোমধ্যেই হারাম হয়ে গেছে।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *