রাত ৩:২০ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

আজমির শরিফের জায়গায় মন্দির ছিল দাবি করে হিন্দু সেনা নেতার মামলা

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪

 

ভারতের রাজস্থানে সুফি সাধক মঈনুদ্দিন চিশতির মাজার আজমির শরিফ শিব মন্দিরের ওপর তৈরি হয়েছিল বলে দাবি করে একটি মামলা করেছেন এক হিন্দু নেতা। মামলাটি শুনানির জন্য গ্রহণ করে সব পক্ষকে নোটিশ দিয়েছেন আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মামলাটি করেন ডানপন্থি দল হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্ত। আগামী ২০ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া আজমির শরিফ দরগাহর ওপর জরিপের নির্দেশও দিয়েছেন আদালত।

আজমির শরিফ দরগাহর নিচে মন্দির ছিল দাবি করে এর পক্ষে তিনটি যুক্তি দেখিয়েছেন বিষ্ণু গুপ্ত। এদিকে, এই মামলাকে জনপ্রিয়তা পাওয়ার সস্তা কৌশল বলে উল্লেখ করেছেন আজমির দরগাহর প্রধান উত্তরাধিকারী ও খাজা মঈনুদ্দিন চিশতির বংশধর সৈয়দ নাসিরুদ্দিন চিশতি।

এদিকে, রোববার (১ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে ভারতের ঐতিহ্যবাহী ও বহুত্ববাদী পরিচয়ের ওপর সব অবৈধ ও ক্ষতিকর কার্যক্রম বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন সাবেক আমলাদের একটি দল।

আদালতে দায়ের করা পিটিশনে ১৯১১ সালে অবসরপ্রাপ্ত বিচারক হর্বিলাস সার্দার লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আজমির শরিফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে। ওই বইয়ে দাবি করা হয়েছিল, শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে দরগাটি তৈরি করা হয়েছে ও এটির সবচেয়ে পবিত্রতম জায়গায় এখনো একটি জৈন মন্দির রয়েছে।

এর আগে, উত্তর প্রদেশের সামভাল জামে মসজিদের নিচে মন্দির আছে কি না তা খতিয়ে দেখতে মসজিদে জরিপ অনুমতি দেয় স্থানীয় একটি নিম্ন আদালত। এ নিয়ে পুলিশের সঙ্গে প্রতিবাদকারী মুসলিমদের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের হামলায় তিন মুসলিমসহ ছয়জন নিহত হয়।

পরে দেশজুড়ে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কায় নিম্ন আদালতের ওই জরিপ চালানোর নির্দেশ বাতিল করে দেন ভারতের সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করে ভারতীয় সুপ্রিম কোর্ট জানান, নিম্ন আদালত সমীক্ষার বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারবেন না। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত মসজিদে কোনো সমীক্ষার কাজও করা যাবে না।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *