নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৫
কাল ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন।
১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা আসাদুজ্জামান। আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনকে বেগবান করে। পরে গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের।
শহীদ আসাদ ১৯৪২ সালের ১০ জুন নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে শহিদ আসাদ সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাধীনতা পদক পান। বাংলাদেশের অনেক জায়গায় আইয়ুব খানের নামফলক পরিবর্তন করে শহীদ আসাদ রাখা হয়। বিশেষত জাতীয় সংসদ ভবনের ডান পাশে অবস্থিত আইয়ুব গেটের পরিবর্তে আসাদ গেট রাখা হয়। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৬৯ সালের গণআন্দোলনে শহীদ আসাদুজ্জামানের আত্মদান পরবর্তী আন্দোলন-সংগ্রামে বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৬৯ এর গণআন্দোলনে শহীদ আসাদুজ্জামানের শাহদাত বার্ষিকী উপলক্ষে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
জা ই / এনজি