দুপুর ১২:৫০ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়া-আফ্রিকা বা জিম্বাবুয়েকে আলাদা ভাবেন না শান্ত

ক্রীড়া প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৫

 

আগামী ১৫ এপিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। দুই টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে। যা বেশ গুরুত্ব সহকারেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। ভালো ক্রিকেট খেলা যায় কীভাবে সেদিকেই মনোযোগ দেওয়ার কথা বলেন শান্ত।

কোনো দলকে ছোট দল মানতে নারাজ টাইগার অধিনায়ক, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে। এখানেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। এর ভিন্ন কোনো চিন্তা থাকবে না। একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তাভাবনা বা চাপ থাকে, সেই চাপটাই থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কীভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি। কোনো দলই ছোট নয়, আমি বারবারই বলছি।’

‘ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না। আমি আশা করব, সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।’

 

বাংলাদেশের অধিনায়ক শান্ত অবশ্য অস্ট্রেলিয়া-আফ্রিকা বা জিম্বাবুয়েকে আলাদা করে দেখছেন না, ‘গত বছর যদি টেস্ট ক্রিকেট দেখেন, আমাদের আগের চেয়ে উন্নতি হয়েছে। আমার যতটুকু মনে পড়ে, ৪ (আসলে ৩টি) ম্যাচ জিতেছিলাম। এই বছর আরও ৬টা টেস্ট ম্যাচ আছে, গত বছরের চেয়ে কীভবে আমরা ভালো ফল আনতে পারি সেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের টেস্ট ক্রিকেট এগিয়ে যাবে। আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা… প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি।’

প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

 

 

জ উ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *