রাত ১২:৫৯ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার বদলে ভারতের জাতীয় সঙ্গীত, ব্যাখ্যা চাইলো পিসিবি

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতকাল শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ম্যাচের আগে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের পরিবর্তে ভুলবশত এক মুহূর্তের জন্য বেজে ওঠে ভারতীয় জাতীয় সঙ্গীত। আইসিসির কাছে এমন শিশুসুলভ ভুলের ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ শুরুর আগে নিয়ম অনুযায়ী প্রথমে যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর পরিবর্তে হঠাৎ ভারতীয় জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে। যদিও দ্রুতই সেটি বন্ধ করে সঠিক জাতীয় সঙ্গীত চালু করা হয়েছিল।

বিতর্কিত এই ঘটনায় ক্রিকেটভক্তদের কেউ কেউ আয়োজক দেশ পাকিস্তানকে দোষারোপ করেছিলেন। কিন্তু ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর মাধ্যমে বিষয়টি স্পর্শ করে পিসিবি।

ক্রিকইনফো জানায়, পিসিবি এই ভুলে অসন্তুষ্ট এবং এর জন্য আইসিসিকে দায়ী করেছে। পিসিবির এক কর্মকর্তা বলেছেন, যেহেতু এটি আইসিসির টুর্নামেন্ট, তাই আইসিসি নিজেই জাতীয় সঙ্গীতের প্লে-লিস্ট প্রস্তুত ও বিতরণ করেছে। ম্যাচের আগে তা বাজানোর দায়িত্বও তাদের ছিল।

পিসিবি আরও প্রশ্ন তুলেছে, ভারত যেহেতু পাকিস্তানে কোনো ম্যাচ খেলছে না, তাহলে তাদের জাতীয় সঙ্গীত প্লে-লিস্টে রাখার কারণ কী?

এ নিয়ে দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বার আইসিসির কাছে ব্যাখ্যা চাইলো পিসিবি। এর আগে দুবাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সম্প্রচার ক্রিনের এক কোনায় টুর্নামেন্টের লোগো থেকে পাকিস্তানের নাম সরিয়ে ফেলায় ব্যাখ্যা চেয়েছিল সংস্থাটি।

পিসিবি মনে করছে, এই ভুলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানকে ছোট করা হচ্ছে।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি ছিল টুর্নামেন্টের সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির ম্যাচ। পাশাপাশি এটি ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচও। ইংল্যান্ডের দেওয়া টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ ৩৫১ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেট আর ১৫ বল হাতে রেখেই জয়ে পেয়েছিল অস্ট্রেলিয়া।

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *