সন্ধ্যা ৭:১৭ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদে ফের আলবানিজের জয়

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মে ২০২৫

অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ ফের প্রধানমন্ত্রী পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।

সমর্থকদের উদ্দেশে বিজয়ী ভাষণে আলবানিজ বলেছেন, তার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

প্রধান বিরোধী দল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন।

দেশটিতে এবারের নির্বাচনে বড় ইস্যু ছিল জীবনযাত্রার ব্যয়। এছাড়া স্বাস্থ্যসেবা ও হাউজিং ব্যয় নিয়েও ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা গেছে।

নির্বাচনে শুধু অস্ট্রেলিয়ায়ই ভোটগ্রহণ হয়নি, বরং বিদেশে থাকা দেশটির ভোটাররা যেন ভোট দিতে পারেন, সেজন্য ৮৩টি দেশে ১১১টি কেন্দ্রের ব্যবস্থা করা হয় বলে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে।

এর মধ্যে বার্লিন, হংকং, লন্ডন ও নিউইয়র্কে বিপুল সংখ্যক অস্ট্রেলিয়ানের বসবাস রয়েছে।

দেশটির ভোটারদের জন্য ভোট দেওয়ার কিছু বাধ্যবাধকতা রয়েছে। ১৮ বছর বয়সী সবার জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক। কেউ ভোট দিতে ব্যর্থ হলে তাকে ১৩ ডলার জরিমানা গুনতে হবে।

প্রতিনিধি পরিষদের ১৫০টি আসনের সবকটিতেই এবং সিনেটের ৭৬টির মধ্যে ৪০টি আসনে আজ নির্বাচন হয়েছে।

কোনো দলের সরকার গঠনের জন্য প্রতিনিধি পরিষদের অন্তত ৭৬টি আসন পেতে হয়।

 

 

সূত্র: আল-জাজিরা/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *