রাত ৩:৩৯ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

অভিষেকেই অনন্য নজির অ্যাটকিনসনের

নিউজগেট২৪
স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৪

 

টেস্ট ক্রিকেটের আদি ফরম্যাটে অভিষেকেই অনন্য নজির গড়লেন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। লর্ডসে অভিষেকে চতুর্থ বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট শিকারের নজির গড়লেন অ্যানকিনসন।
২৬ বছর বয়সি এই ডানহাতি পেসারের গতির শিকার হয়ে একের পর এক সাজঘরে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (৬), কার্ক ম্যাকেঞ্জি, অ্যালিক অ্যাথানাজে, জেসন হোল্ডার, জোশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ ও সামারা জোসেফ।

লর্ডস টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৮৮ রান করা উইন্ডিজ এরপর শূন্য রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। ৮৮ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে ক্যারিবীয়রা। এরপর দলীয় ১০৬ রানেই উইন্ডিজ হারায় আরও ২ উইকেট।

ক্যারিবীয় শিবিরে ব্যাটিংয়ে ধস নামান ইংলিশ পেসার অ্যাটকিনসন। তিনি ১২ ওভারে ৫ মেডেন সহ ৪১ রানে ৭ উইকেট শিকার করেন। ঐতিহ্যবাহী লর্ডসে অভিষেকে চতুর্থ বোলার হিসেবে ৭ উইকেট নিলেন অ্যাটকিনসন।

এই টেস্ট ম্যাচটি ইংলিশ তারকা পেসার জেমস অ্যান্ডারসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি ২২ বছরের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন। এই টেস্টে খেলেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন ৪১ বছর বয়সি ইংলিশ পেসার অ্যান্ডারসন। তিনি টেস্টে ক্রিকেটের ইতিহাসে প্রথম পেস বোলার হিসেবে ৭০০ উইকেট শিকার করেন। টেস্টে অ্যান্ডারসনের চেয়ে বেশি উইকেট আছে কিংবদন্তি স্পিনার শ্রীলংকার মুত্তিয়া মুরালিধারান (৮০০) ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের (৭০৮)।
ইংল্যান্ড: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, কার্ক ম্যাকেঞ্জি, অ্যালিক অ্যাথানাজে, কাভেম হজ, জেসন হোল্ডার, জোশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, গুদাকেশ মতি, শামার জোসেফ ও জেডেন সিলস।

 

ফা.আ/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *