বিনোদন ডেস্ক
১৯ মে ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে। এ ঘটনার মাঝে বাংলাদেশের টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের পেশাদার সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ এক বিবৃতি দিয়েছে।
যেখানে তারা উল্লেখ করেছে যে, ‘আমরা সর্বদা ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল।’ বিবৃতিতে বলা হয়, ‘সমাজ তথা রাষ্ট্রের সেবা ও স্বার্থ সংরক্ষণে অভিনয়শিল্পীরা সর্বদা সোচ্চার ও সচেতন। শুধু তাই নয়, যে কোন মানবিক প্রয়োজনেও অভিনয়শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং এই শিল্পীদের স্বার্থ ও সম্মান সংরক্ষণ করাও সমাজ তথা রাষ্ট্রেরই নৈতিক দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি।’
‘অভিনয়শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেফতার, মামলা ও হামলায় তৈরী হয় নানা উদ্বেগ এবং উৎকণ্ঠা। যা শিল্পী ও তাঁর পরিবারের স্বাভাবিক জীবনাচার কে করে বিঘ্নিত ও অসহায়।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘পাশাপাশি সামাজিক জীবনেও তৈরী হয় নানা বিশৃঙ্খলা। তাই শিল্পী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সংঘবদ্ধ চলমান অপচেষ্টা বন্ধ হোক। এই ব্যাপারে আমরা সরকারের কাছে ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন কর্মপন্থা প্রত্যাশা করছি। আমরা সর্বদা ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল।’
ফা আ/ এনজি