নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২৫
মঙ্গলবার দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে পথ নকশা এবং নেতা-কর্মীদের অবস্থান নির্ধারণ করেছে বিএনপি।
রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা জানান। তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশে ফিরবেন খালেদা জিয়া।
তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপি ও এর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। সকলকে সুশৃঙ্খলভাবে রাস্তার দুইধারে অবস্থান নিয়ে আমাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে হবে। সব নেতাকর্মী দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার এক পাশে দাঁড়াবেন। বিএনপি চেয়ারপার্সনের গাড়ির সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে যাওয়া যাবে না। হেঁটে হেঁটেও যাওয়া যাবে না। এ ছাড়া বিমানবন্দর ও বিএনপির চেয়ারপার্সনের বাসা ফিরোজা‘য় কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানান রিজভী।
প্রতিবাদ সমাবেশ : এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ নীলফামারী জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রুহুল কবির রিজভী বলেছেন, সরকার নির্বাচন চায় না, একটা মুলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের মুক্তি দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে মনে হয় তারা তো নির্বাচন চায় না। তারা একটা মুলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, (নির্বাচনের বিষয়ে) ডিসেম্বরে, না হলে ফেব্রুয়ারিতে বা জুনে এরকম নানান কথা বলছেন। কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে।
সমাবেশে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল কবির, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল নেতা ডা. তৌহিদ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
জা ই / এনজি