দুপুর ১২:৪২ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

অনিশ্চয়তা কাটিয়ে সালাহর সঙ্গে নতুন চুক্তি লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৫

 

চলতি মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতো মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর। তারকা ফুটবলের সঙ্গে নতুন করে চুক্তি করবে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানা গুঞ্জন।

এমনটি সালাহ নিজেও লিভারপুল ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন দুই একবার। মৌসুম চলাকালীন ৩২ বছর বয়সী এই তারকার কিছু মন্তব্যের জেরে সৌদি আরবে যাওয়ার গুঞ্জন উঠেছিল। তবে আজ শুক্রবার সেসব গুঞ্জন আর অনিশ্চয়তার অবসান হলো। সালাহর সঙ্গে আরও দুই বছরের চুক্তি সই করেছে লিভারপুল।

এখন লিভারপুলের হয়ে ৩৯৩ ম্যাচে করা ২৪৩ গোল ও ১০৯ অ্যাসিস্টের রেকর্ডে আরও সংযোজনের সুযোগ পাবেন সালাহ। ২০২৭ সাল পর্যন্ত অল রেডদের সঙ্গে থাকবেন এ স্ট্রাইকার।

সালাহ বলেন, ‘অবশ্যই আমি খুবই রোমাঞ্চিত। এখন আমাদের একটি দুর্দান্ত দল আছে। আগেও আমাদের ভালো দল ছিল। কিন্তু আমি চুক্তি করেছি, কারণ আমি মনে করি আমরা আরও শিরোপা জিততে পারি এবং ফুটবল উপভোগ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি এখানে আট বছর খেলেছি। আশা করি, এটি দশ বছরে পৌঁছাবে। আমি এখানে আমার জীবন উপভোগ করছি, ফুটবল উপভোগ করছি। আমি ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানেই কাটিয়েছি।’

সালাহ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি গোল করেছেন। যার মধ্যে ২৭টিই প্রিমিয়ার লিগে। সালাহর অবদানে এই লিগে এখন পর্যন্ত লিভারপুল অবস্থান করছে সফল্যের চূড়ায়। ২০তম লিগ শিরোপা জয়ের দিকে ছুটছে ক্লাবটি, আছে টেবিলের শীর্ষে। এখনো ৭ ম্যাচ বাকি থাকলেও দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে ১১ পয়েন্ট এগিয়ে লিভারপুল।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর গেল ৮ বছরে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন।

সালাহর আগের চুক্তির মূল্য সাপ্তাহিক ৩ লাখ ৫০ হাজার পাউন্ডের বেশি ছিল বলে ধারণা করা হয়। তিনি ছিলেন ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত খেলোয়াড়। ধারণা করা হচ্ছে, নতুন চুক্তিতেও বেতন কমানো নিয়ে কোনো আলোচনা হয়নি।

সালাহ ছাড়াও লিভারপুলের আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়; রাইট-ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং সেন্টার-ব্যাক ভার্জিল ভ্যান ডাইকেরও এই গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

নেদারল্যান্ডসের ডিফেন্ডার ফন ডাইক জানিয়েছেন, নতুন চুক্তি নিয়ে আলোচনা অগ্রগতিতে রয়েছে। তবে আলেকজান্ডার-আর্নল্ডের স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যাওযার সম্ভাবনা রয়েছে।

 

জ উ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *