জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ মে ২০২৫
চলতি অর্থবছরে এ পর্যন্ত ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এছাড়া ২০ লাখেরও বেশি করদাতা ই-রিটার্ন সেবার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবস্থা করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতাবান্ধবকরণের ফলে চলতি বছর এরই মধ্যে ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আয়কর দিবস পরবর্তীসময়েও জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি চালু রেখেছে। একই সঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতা কর্তৃক রিটার্নে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন-২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী সম্মানিত করদাতাদের ধন্যবাদ জানিয়ে এবং আয়কর রিটার্ন দাখিল ও আয়কর সনদ প্রাপ্তিতে অনলাইন সেবা গ্রহণে উৎসাহিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
টি আই / এনজি